আমাদের সাইটের নতুন আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন Join Now!

৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪ | Class 7 History and Social Sciences Annual Exam Guide Pdf 2024

৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪,Class 7 History and Social Sciences Annual Exam Guide Pdf 2024,
Author
৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪  Class 7 History and Social Sciences Annual Exam Guide Pdf 2024



আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের সাবসার.কম ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে ৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪ | Class 7 History and Social Sciences Annual Exam Guide Pdf 2024 শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।

সপ্তম শ্রেণির পাঞ্জেরী গাইড ২০২৪

👉👉৮ম শ্রেণির বাংলা (৪র্থ অধ্যায়: শব্দ বুঝি বাক্য লিখি) বার্ষিক পরীক্ষা ২০২৪ শিখনকালীন মূল্যায়ন - বহুনির্বাচনি প্রশ্ন, এককথায় উত্তর, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর

👉👉৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইংরেজী গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪

👉👉৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির বাংলা গাইড বই পিডিএফ

👉👉৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি বাংলা গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪


আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি ৭ম শ্রেণির চুড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড বার্ষিক পরীক্ষা ২০২৪ | Class 7 History and Social Sciences Annual Exam Guide Pdf 2024 সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। 

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঞ্জেরী গাইড বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিঃ ৭ম শ্রেণি

Publisher:         পাঞ্জেরী পাব্লিকেশন লিমিটেড
Edition:          সেপ্টেম্বর ২০২৪
Country:          বাংলাদেশ
Language: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
Description:

শিক্ষক ম্যানুয়াল অনুসারে এনসিটিবি কর্তৃক প্রণীত সংশোধিত পাঠ্যপুস্তকের আলোকে শিখন ফলের সিলেবাসে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে লেখা একটি ব্যাপক ব্যবহারিক বই।

৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার (চূড়ান্ত প্রস্তুতি) pdf



Class 7 History and Social Sciences Annual Exam Final Preparation Guide Book Pdf

পাঞ্জেরী গােইডের কিছু বৈশিষ্ট্যঃ
  • অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি।
  • প্রশ্নের ধারা অনুসরণে বিভাগ ও টাইপভিত্তিক প্রশ্নোত্তর।
  • ১০০% কমন উপযোগী সুপার সাজেশন্স।
  • NCTB প্রদত্ত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা।
  • প্রস্তুতি যাচাইমূলক স্পেশাল মডেল টেষ্ট ও উত্তরমালা

২০২৪ শিক্ষাবর্ষের শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা


শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং- ৩৭,০০,০০০০,০৯১,৩৯,০০১,২৪,৫১৮ তারিখ ০১.০৯.২০২৪ এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ঘষ্ঠ, সম্ভ্রম, অষ্টম ও নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও আনবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের যা থেকে নবম শ্রেণির শিখমকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। 


লেকচার গাইড ৭ম শ্রেণি ২০২৪ নতুন কারিকুলাম


তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূষের এবং দশম শ্রেণির মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে।

শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা; 
১. ২০১৪ শিক্ষাবর্ষের যত্ন, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে।

২. মূল্যায়ন কার্যক্রম শিষনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে।

৩. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূষ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনোক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন।  


৪. প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে ১০০। এর মধ্যে শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব (Weightage) হবে ৩০% এবং পরীক্ষার গুরুত্ব (Weightage) হবে ৭০%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি (GP) নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে।

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড ডাউনলোড


৫. শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা: 

  • প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশনসহ যাবতীয় কার্যক্রম শিখনকালীন মূল্যায়নের 'মূল্যায়ন আইটেম' হিসেবে বিবেচিত হবে। শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে
  • সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিখনকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
  • শিখনকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে।

৬. বার্ষিক পরীক্ষার/মূল্যায়নের নির্দেশনা;

  • বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে।
  • লিখিত পরীক্ষার মোট সময় হবে ৩ ঘণ্টা।
  • লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবণ্টন 'বিষয়ভিত্তিক নির্দেশনায়' বিস্তারিত দেওয়া আছে।
  • বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে।

৭. লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পুর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। 
৮. বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি (GP) নির্ধারণ পদ্ধতি:

  • শ্রেণি উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে ১০০। এই ১০০ নম্বরের মধ্যে ধারাবাহিক/শিখনকালীন মূল্যায়নের Weightage হবে ৩০% এবং লিখিত বার্ষিক পরীক্ষার Weightage হবে ৭০%।
  • যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক/শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর ৩০ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর ১০০, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ঐ বিষয়ের ধারাবাহিক/ শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৭০% যোগ করে ঐ বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে।
  • উদাহরণ: ধরা যাক, বাংলা বিষয়ে শিখনকালীন মূল্যায়নে মোট ৩০ নম্বরের মধ্যে শিক্ষার্থী 'ক' এর প্রাপ্ত নম্বর ২৫ এবং লিখিত পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮০। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল/গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত ২৫ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ৮০ নম্বরের ৭০% অর্থাৎ (৮০ × ৭০%) ৫৬ যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে (২৫+৫৬) = ৮১। বাংলা বিষয়ে শিক্ষার্থী 'ক' এর জিপি (GP- Grade Point) হবে ৫.০০ এবং লেটার গ্রেড হবে A+। 
  • বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড

প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড
৮০-১০০ ৫.০০ A+
৭০-৭৯ ৪.০০ A
৬০-৬৯ ৩.৫০ A-
৫০-৫৯ ৩.০০ B
৪০-৪৯ ২.০০ C
৩৩-৩৯ ১.০০ D
০০-৩২ ০.০০ F

একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ঐ বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। ৩ বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণিতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু ২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।




Download Class 7 History and Social Sciences Annual Exam Final Preparation Guide

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Password - www.subswer.com





All Class New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join Telegram Channel Class All Studies Group - সকল শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.